Primary Question Solution 2022 3rd Phase – Assistant Teacher

When you think about Primary Question Solution 2022 3rd Phase, you’re in the perfect place to get your 2nd Phase Primary Question Solution. The Second Phase of Primary Question Solution 2022 took place in June of 2022 in Bangladesh. About 130,000 people applied for the post of Primary Teacher. And on June 03, 2022, it was followed by the examination of Primary. Now, the candidates are searching for an appropriate answer to their most clamorous primary questions for today’s exam. If they know exactly the solutions to their questions, they can guess the cut-off marks they will get.

Primary Question Solution 2022 1st Phase

The Primary Authority issued a job circular on the first of the year 2019. There was a single category for prospective candidates. A lot of worthy applicants applied for their preferred positions. The Assistant Teacher position is among them. There are 45000 slots open for Primary.

Primary Exam Question Solution 2022 3rd Phase

Primary candidates are affected quite directly by the process of solving a complex multiple-choice question. Huge primary candidates are very interested in receiving the correct answer to the MCQ exam. The basic pay grade for the Primary Teacher position depends on a number of different factors.

  • Post: Assistant Teacher
  • Exam Time: 11 AM To 12 PM
  • Date: 03 June 2022
  • Exam Type: MCQ

No. of districts exam will be held in 2nd Phase: 31 districts

Exam Center: District Level

৩য় ধাপের পরীক্ষার জেলার তালিকাঃ  

১। জয়পুরহাট (সম্পূর্ণ)

২। বগুড়া (সম্পূর্ণ)

৩। নওগাঁ (অবশিষ্ট আংশিক)

৪। নাটোর (অবশিষ্ট আংশিক)

৫। পাবনা (সম্পূর্ণ)

৬। কুষ্টিয়া (অবশিষ্ট আংশিক)

৭। চুয়াডাঙ্গা (সম্পূর্ণ)

৮। ঝিনাইদহ (অবশিষ্ট আংশিক)

৯। নড়াইল (সম্পূর্ণ)

১০। সাতক্ষীরা (অবশিষ্ট আংশিক)

১১। মেহেরপুর (সম্পূর্ণ)

১২। বাগেরহাট (অবশিষ্ট আংশিক)

১৩। জামালপুর (অবশিষ্ট আংশিক)

১৪। নারায়ণগঞ্জ (সম্পূর্ণ)

১৫। রাজবাড়ী (অবশিষ্ট আংশিক)

১৬। গোপালগঞ্জ (সম্পূর্ণ)

১৭। শরীয়তপুর (সম্পূর্ণ)

১৮। কক্সবাজার (সম্পূর্ণ)

১৯। পিরোজপুর  (অবশিষ্ট আংশিক)

২০। পটুয়াখালী (অবশিষ্ট আংশিক)

২১। ঝালকাঠি (সম্পূর্ণ)

২২। ভোলা (সম্পূর্ণ)

২৩। বরগুনা (সম্পূর্ণ)

২৪। সুনামগঞ্জ (অবশিষ্ট আংশিক)

২৫। হবিগঞ্জ (অবশিষ্ট  আংশিক)

২৬। ঠাকুরগাঁ (সম্পূর্ণ)

২৭। দিনাজপুর (সম্পূর্ণ)

২৮। নীলফামারী (সম্পূর্ণ)

২৯। পঞ্চগড় (সম্পূর্ণ)

৩০। কুড়িগ্রাম (অবশিষ্ট আংশিক)

৩১। গাইবান্ধা (অবশিষ্ট আংশিক)

Primary Exam Question 2022 -3rd Phase

The other candidates who are not attending the exam are searching for the subsequent Primary Question 2022. They’ll be searching to practice and consider their upcoming various job exams. Let’s move on to the next question from Primary Assistant Officer Today.

Govt. Primary School Assistant Teacher 3rd Phase Exam Question Solution 2022

Govt. Primary School Assistant Teacher 3rd Phase Exam Question Solution 2022

 

 

Primary Question Solution 2022

We provided the Primary question 2022 above. Check that out. Now You need a solution. So here we are going to provide you with a 100% correct solution for this post. Government jobs are like a dream for all job seekers. We know the importance of primary education, and that is why we are an organization that is committed to providing it. We have dedicated ourselves to this cause because we believe it is one of the most important ways to ensure a bright future for our people. The primary level of education is also one of the most important sectors in Bangladesh. It provides a foundation for everything else, and as such, it is incredibly important for the country’s progress.

Primary Assistant Teacher Question Solution 2022

We guarantee you will be informed about our exam schedule provided before. Check the Full Primary Question answer 2022 for the 20 May 2022 2nd Phase MCQ exam, which is a graded quiz exam composed of one-word substitution questions. MCQ test is a contraction for acronymizing material in a university curriculum or grade level. It has negative marks. After qualifying for this Primary MCQ exam, you will then be immediately eligible for the VIVA exam. Check out the Full Primary Question Solution 2022.

৩য় ধাপের সমাধান

১। ২০২২ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জম্মদিন পালন করা হলো?

ক. ১২৫ খ. ১২৬ গ. ১২৩ ঘ. ১২৪ উ. গ

২। He is jealous  — my prosperity.

ক. for খ. of গ. with ঘ. over উ. খ

৩। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্তের ৩ গুণ। প্রতি বর্গমিটার ১.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকাতে মোট ১৮২৪ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য কত মিটার?

ক. ২৪ খ. ২৫ গ. ২১ ঘ. ২০ উ. ক

৪। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে-

ক. শুধু সমকোণে দ্বিখন্ডিত করে

খ. সমকোণে সমদ্বিখন্ডিত করে

গ. সমকোণে অসমভাবে দ্বিখন্ডিত করে

ঘ. শুধু সমদ্বিখন্ডিত করে উ. খ

৫। ক এর ১৫% যদি  খ এর ২০% এর সমান হয় তবে ক:খ = কত?

ক. ৫:৩ খ. ৪:৩ গ. ৩:৪ ঘ. ৫:২     উ. b

৬। একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৯ এবং ৭ম পদ ৬০ হলে ১২ তম পদটি কত?

ক. ১০৫ খ. ১০৮ গ. ৯০ ঘ. ১০০ উ. ক

৭। ‘তাজা মাছ’ কোন বিশেষণ?

ক. রুপবাচক খ. অংশবাচক গ. অবস্থাবাচক ঘ. গুণবাচক উ. গ

৮। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬:৮:১০ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রী?

ক. ৫৫ খ. ৬৫

গ. ৭৫ ঘ. ৪৫ উ. গ

৯। নিচের কোণ ভগ্নাংটি ছোট?

ক. ২৫ খ. ৪৯ গ. ১৩ ঘ. ৩৭ উ. গ

১০। মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কি ছিল?

ক. কনসার্ট ১৯৭১ খ. কনসার্ট ফর বাংলাদেশ

গ. কান্ট্রি কনসার্ট ঘ. লিবারেশন কনসার্ট উ. খ

১১। ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ ভাজকের এক-তৃতীয়াংশ। ভাজ্য কত?

ক. ১৯৭৮ খ. ১৯৭০ গ. ১৯৮০ ঘ. ১৯৭৬ উ. ঘ

১২। দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৪০। তাদের পার্থক্যের এক চতুর্থাংশের সমান ১৮। ছোট সংখ্যাটি কত?

ক. ৪ খ. ৮০ গ. ৭৮ ঘ. ১২ উ. ক

১৩। Which one is the correct passive form of “Who will do the work?”

ক. Who will be done the work?

খ. By whom will the work be done?

গ. By whom the work will be done?

ঘ. Who will done the work? উ: খ. By whom will the work be done?

১৪। ‘এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি- নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’। পঙতিটির রচয়িতা কে?

ক. সুকান্ত ভট্টাচার্য খ. কাজী নজরুল ইসলাম

গ. শামসুর রাহমান ঘ. জীবনানন্দ দাশ উ.  ক

১৫। What is the adjective form of the word `People’?

ক. Popularity খ. Popularize

গ. Populous ঘ. Popular উ. গ. Populous

১৬। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি?

ক. ৮ খ. ৯ গ. ৬ ঘ. ৭ উ. ক

১৭। ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে নিচের কোন চলচ্চিত্রটির ট্রেলার উদ্বোধন করা হয়?

ক. টুঙ্গিপাড়ার মিয়া ভাই খ. চিরঞ্জীব মুজিব

গ. মুজিব একটি জাতির রূপকার ঘ. ছিটমহল উ. গ

১৮। A person who was before another person refers to—-.

ক. contemporary খ. superior গ. successor ঘ. predecessor উ: ঘ. predecessor

১৯। দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ৯। অংকদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে ২৭ বেশি। সংখ্যাটি কত?

ক. ৮১ খ. ৪৫ গ. ২৭ ঘ. ৩৬ উ. ঘ

২০। The study of plants—-

ক. Biology খ. Plantation গ. Biography ঘ. Botany উ. ঘ

২১। ২০ ফুট একটি বাঁশ এমনভাবে কেটে দু’ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?

ক. ১০ খ. ৬ গ. ৭ ঘ. ৮ উ. ঘ

২২। ব্যাকরণের কাজ কী?

ক. ভালো বক্তা তৈরি করা খ. নতুন ভাষা তৈরি করা

গ. দ্রুত পড়া ও লেখা শেখানো ঘ. ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা উ. ঘ

২৩। ‘শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে’ বাক্যে ‘বিদ্যালয়’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্মে শুন্য খ. অপাদানে শুন্য

গ. অধিকরণে শুন্য ঘ. কর্তায় শুন্য উ. ক

২৪। কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কী হিসেবে কাজ করে?

ক. হাব খ. রিসোর্স গ. সার্ভার ঘ. অ্যাডস্টার উ. খ

২৫। ‘স্টপ জেনোসাইড’ প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু–

ক. আগরতলা মামলা খ. ভাষা আন্দোলন

গ. মুক্তিযুদ্ধ ঘ. গণ অভ্যুত্থান উ. গ

২৬। কোন সালে প্রভাতফেরীতে সর্বপ্রথম ‘একুশের গান’ আমার ভাইয়ের রক্তে—

ক. ১৯৫৪ খ. ১৯৫৯ গ. ১৯৬২ ঘ. ১৯৫২ উ. ঘ

২৭। এক খন্ড ‘প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রড’ এর দৈর্ঘ্য এক মিটার হিসেবে স্বীকৃত। এটি কোন মিউজিয়ামে রক্ষিত আছে?

ক. শিকাগো আর্ট মিউজিয়াম খ. প্যারিস মিউজিয়াম

গ. ব্রিটিশ মিউজিয়াম ঘ. কায়রো মিউজিয়াম উ. খ

২৮। এক নটিকেল মাইল সমান কত ফুট?

ক. ৫০৮০ খ. ৬০৮০ গ. ৭০৮০ ঘ. ৪০৮০ উ. খ

২৯। “;দ্বীপ” এর ব্যাসবাক্য-

ক. দুদিকে অপ যার খ. দ্বীপের মত

গ. চার দিকে জল যার ঘ. দুদিকে আবদ্ধ জল যার উ. ক

৩০। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়?

ক. সংকোচ খ. পরোপকারিতা গ. সাহসিকতা ঘ. ভয়হীনতা উ. ক

৩১।  What is the synonym of ‘Competent’?

ক. Capable খ. Prudent গ. Circumspect ঘ. Discreet উ: ক

৩২। কোন শব্দটির বানান সঠিক?

ক. দোষণীয় খ. দূষণীয় গ. দুষনীয় ঘ. দোষনীয় উ. খ

৩৩। ‘পন্ডিতমূর্খ’ পদটির ব্যাসবাক্য নিচের কোনটি?

ক. জ্ঞান থাকতেও যিনি মূর্খ খ. পান্ডিত্যে যিনি মূর্খ

গ. পন্ডিত হয়েও যিনি মূর্খ ঘ. পান্ডিত্যের দ্বারা যিনি মূর্খ উ. গ

৩৪। ‘সিএনজি’ পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা হয় তা মূলত: —

ক. নাইট্রোজেন খ. আর্গন গ. মিথেন ঘ. প্রোপেন উ. ঘ

৩৫। The Antonym of the word ‘awesome’ —

ক. majestic খ. disgusting গ. grand ঘ. daunting উ: খ

৩৬। কোন সংখ্যার বর্গমূলের সাথে ২০ যোগ করলে যোগফল ৫ এর বর্গ হবে?

ক. ৩০ খ. ১৮ গ. ২০ ঘ. ২৫ উ. ঘ

৩৭। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত উড়ালপথে মেট্রোরেলের দূরত্ব কত কি.মি.?

ক. ২০.১০ খ. ২০.৫০ গ. ২৫ ঘ. ২৫.১০ উ. ক

৩৮। Which is the verb of the word ‘Ability’?

ক. Ableness খ. Able গ. Ably ঘ. Enable  উ: ঘ

৩৯। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে ‘RTC’ এর পূর্ণরূপ কী?

ক. Round Table Conference

খ. Royal Technical Committee

গ. Rawalpindi Technical Committee

ঘ. Road and Transport Corporation উ. ক

৪০। What is the adjective of the word ‘Heart’?

ক.Heartful খ. Heart গ. Hearten ঘ. Heartening উ: ঘ

৪১। একটি কবিতা পড়া হবে, তার জন্যে কী ব্যাকুল প্রতীক্ষা মানুষের: “কখন আসবে কবি?” “কখন আসবে কবি?” পঙক্তিটির রচয়িতা কে?

ক. নির্মলেন্দু গুণ খ. শামসুর রাহমান

গ. ফরহাদ মজহার ঘ. রুদ্র মুহম্মদ শহীদুল্লা উ. ক

৪২। পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা হিসেবে অভিহিত করা হয় কোন স্তরকে?

ক. স্ট্রাটোস্ফিয়ার খ. আয়োনোস্ফিয়ার

গ. ট্রপোস্ফিয়ার ঘ. ওজোনস্ফিয়ার উ. ঘ

৪৩। গ্রীষ্মের বিকেলে আপনি হাঁটতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?

ক. পূর্ব খ. পশ্চিম গ. উত্তর ঘ. দক্ষিণ উ. খ

৪৪। ‘তামার বিষ’ কথাটির অর্থ-

ক. বিষের কষ্ট খ. অর্থের কু প্রভাব

গ. বিষাক্ত তামা ঘ. অহংকার উ. খ

৪৫। ল্যাটিন ভাষায় ‘সেন্টি’ অর্থ কী?

ক. সহস্রাংশ খ. পঞ্চমাংশ গ. দশমাংশ ঘ. শতাংশ উ. ঘ

৪৬। Which one is similar to Adult:Child

ক. Horse:Mare খ. Cat:Kitten

গ. Swine:Saw ঘ. Human:Animal উ: খ

৪৭। ‘একাত্তরের দিনগুলি’ কার রচিত?

ক. হাসান আজিজুল হক খ. সৈয়দ শামসুল হক

গ. হুমায়ুন আজাদ ঘ. জাহানারা ইমাম উ. ঘ

৪৮। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে মে মাসে চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন। ঐ সপ্তাহে রবিবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?

ক. ৫৭ খ. ২৭ গ. ১৭ ঘ. ১ উ. খ

৪৯। উ: গ

৫০। ভালো কোলেস্টেরল নিচের কোনটিকে বলা হয়?

ক. এমডিএল খ. টিডিএল গ. এলডিএল ঘ. এইচডিএল উ. ঘ

৫১। “বাউল গানকে” হেরিটেজ অব হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে-

ক. ইউনেস্কো খ.ইউনিসেফ গ.ইউএনডিপি ঘ.ইউএনএফপিএ      উ: ক

৫২। “সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই”- চরণটির রচয়িতা-

ক. বৃন্দাবন দাস খ. চন্ডীদাস গ. গোবিন্দদ দাস ঘ. মুকুন্দ দাস উ. খ

৫৩। “খন্ড প্রলয়” প্রবাদটির প্রয়োগিক অর্থ

ক. ভয়ংকর ঘটনা খ. মহা বড় ঝাপটা

গ. তুমুল কাণ্ড ঘ. কথা কাটাকাটি উ. গ

৫৪। ‘সকল ক্ষেত্রে সঠিক কাজ সম্পাদনের জন্য প্রয়োজন সৃজনশীল ও মেধাবী নেতৃত্ব। প্রয়োজন সৃষ্টিশীল মেধাবী মানুষ। কথাটি বলেছেন-

ক. তাজউদ্দিন আহমেদ খ. শেরে বাংলা এ.কে ফজলুল হক

গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘ. শেখ হাসিনা উ.

৫৫। If a substance is cohesive, it tends to ——-

ক. Break easily খ. retain heat

গ. Bend without difficulty ঘ. stick together উ: ঘ

৫৬। Which is the meaning of ‘White Elephant’?

ক. A hoarder খ. A black marketer

গ. A very costly or troublesome possession

ঘ. An elephant of white colour  উ. গ

৫৭। He insisted — my going there

ক. to খ. on গ. for ঘ. over  উ: খ

৫৮। A ‘Myth’ is—-

ক. to খ. on গ. for ঘ. Over  উ: গ

৫৯। শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম কে?

ক. বাবা খ. আত্মীয়-স্বজন গ. শিক্ষক ঘ. মা উ. ঘ

৬০। Sin is to confess as fault is to—

ক. admit খ. accept গ. consider ঘ. forgive উ: ক

৬১। নিচের কোনটি তৎসম শব্দ?

ক. নারিকেল খ. গেরাম গ. চামার ঘ. মাটি উ. ক

৬২। The reading of history is interesting. এখানে reading কী হিসেবে ব্যবহৃত হয়েছে?

ক. Verbal Noun খ. Gerund গ. Adverb ঘ. Uncountable Noun উ: ক

৬৩।পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ কোনটি?

ক. শ্রীলঙ্কা খ. বাংলাদেশ গ. ভারত ঘ. চীন উ. ঘ

৬৪। নিচের কোনটি জিঙ্ক সমৃদ্ধ ধ

৬৫। যদি (6x-y,13) = {1,3x+2y) হয়, তাহলে (x,y) = কত?

ক. (1,5) খ. (5,1) গ. (2,3) ঘ. (3,2) উ. ক

৬৬। এক কুড়ি আম ৪০০ টাকায় ক্রয় করে ৫% লাভে বিক্রয় করা হল। এর ক্রয় মূল্য ৫% কম হলে কত টাকা লাভ হত?

ক. ৪৫ খ. ৪০ গ. ৩৫ ঘ. ৫০ উ. খ

৬৭। “Felicitation” means —-

ক. To conduct something খ. Readings books

গ. Felling bad ঘ. Expression of good wish উ: ঘ

৬৮। একইসাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কোনটি কাজ করে?

ক. মনিটর খ. টাচ্ স্ক্রিন গ. কি বোর্ড ঘ. মাদার বোর্ড উ. ক

৬৯। ’ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমালা” – এর স্থপতি কে?

ক. হামিদুজ্জামান খান খ. অখিল পাল গ. মর্তুজা বশীর ঘ. মৃণাল হক উ. ঘ

৭০। পদ্মা সেতুর উদ্বোধন হবে কত তারিখ?

ক. ২৫ জুন ২০২২ খ. ৩০ জুন ২০২২

গ. ০১ জুলাই ২০২২ ঘ. ১৬ ডিসেম্বর ২০২২ উ. ক

৭১। ২০০ থেকে ৫০০ এর মধ্যে ৭ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?

ক. ৪২ খ. ৪৩ গ. ৪০ ঘ. ৪১ উ. খ

৭২। ২৩০.৫১.৫ = কত?

ক. ৩ খ. ২ গ. ৪ ঘ. ১ উ. খ

৭৩। ‘Out and out’ means-

ক. to get out খ. thoroughly

গ. not at allo ঘ. someone from outside উ: খ

৭৪। শেখ রাসেলকে নিয়ে শেখ হাসিনার লেখা বই কোনটি?

ক. আমাদের ছোট রাসেল সোনা খ. মমতামাখা একটি নাম রাসেল

গ. রাসেলের দিনগুলি ঘ. আমাদের ছোট রাজকুমার উ. ক

৭৫। GPS এর পূর্ণাঙ্গ রূপ কী?

ক. General Pointing System  খ. Global Processing System

গ. Global Positioning System  ঘ. General Positioning System উ: গ

৭৬। স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি?

ক. সংবাদ পরিক্রমা খ. বজ্রসাহস গ. চরমপাঠ ঘ. চরমপত্র  উ. ঘ

৭৭। “শীতার্ত” শব্দটির সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি?

ক. শীতা+অর্ত খ.শীতা+র্ত গ. শীত+ঋত ঘ. শীত+আর্ত  উ. গ

৭৮। নিচের কোন সূচকটি প্রাথমিক শিক্ষার গুণগত মানের পরিমাপক?

ক. বিদ্যালয়ে উপস্থিতির হার খ. অসমর্থ্য শিক্ষার্থীদের অভিযোজন উপকরণ

গ. পঠন ও গণিতের দক্ষতা ঘ. ছেলে ও মেয়ে শিশুর অনুপাত উ.

৭৯। Penny wise pound _____.

ক. rich খ. poor গ. callous ঘ. foolish উ: ঘ

৮০। শেখ মুজিবুর রহমানকে কত সালে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়?

ক. ১৯৭১ খ.১৯৫২ গ. ১৯৬৬ ঘ.১৯৬৯ উ. ঘ

Credit: jobstestbd

সমাধান এর কাজ ছলছে। সম্পূর্ণ হলেই এখানে দেওয়া হবে। আমাদের সাথেই থাকুন….

Get FUll Solution

We did some OWNLY and some were collected from other sources. We now think that regarding our Primary Exam Solution question. If you are not satisfied in any way, please let us know. We will amend your problems. On June 03, 2022, candidates will search for their Primary Question Solution 2022 2nd Phase. We are very happy that we decided this for you.

Was this article helpful?
YesNo

Leave a Comment